৫ অক্টোবর থেকে বেফাকের মাসব্যাপী শিক্ষক প্রশিক্ষণ শুরু

মাদরাসার তালিম ও তরবিয়তের মান উন্নয়নের লক্ষ্যে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-বেফাকের তত্বাবধানে ৩০ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কোর্স শুরু হতে যাচ্ছে। ঢাকার যাত্রাবাড়ীর উত্তর কাজিরগাঁওয়ে অবস্থিত শামসুল উলূম মাদরাসায় (বেফাক অফিস সংলগ্ন) প্রশিক্ষণ কোর্সটি হবে। আগামী ৫ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে। প্রশিক্ষণ কোর্সের খরচ : ভর্তি ও খাবার বাবত ৪৫০০ টাকা জমা দিতে হবে।

প্রশিক্ষণের বৈশিষ্ট্য :
এক. শিশু মনোবিজ্ঞানের আলোকে আরবি, বাংলা, ইংরেজি ও গণিতে ব্লাকবোর্ডের মাধ্যমে পাঠদান পদ্ধতি।
দুই. ক্লাসের পড়া ক্লাসেই শিক্ষাদান।
তিন. মৌলিক ফরজিয়াত শিক্ষার প্রতি গুরুত্বারোপ।
চার. তিলাওয়াতের মশক ও সুন্দর লেখার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান।
পাঁচ. শিশুদের বেত্রাঘাত ব্যতিত মাতৃস্নেহে পাঠদান।

বিশেষ দ্রষ্টব্য : প্রশিক্ষণার্থীদের ৪ অক্টোবর (সোমবার) রাতে প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। বিছানা নিয়ে আসতে হবে। প্রশিক্ষণ শেষে বেফাকের পক্ষ থেকে সনদ প্রদান করা হবে।

যোগাযোগ-
বেফাকুল মাদারিসিল আরাবিয়ার প্রশিক্ষণ শাখার মাওলানা হারুনুর রশীদ, ০১৭১৭১৬৬৫৪৬।
শামসুল উলূম মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আসাদুজ্জামান, ০১৮৪৩১৯৮৯২৩।

May be an image of text

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!