৫ দিনের রিমান্ডে হেফাজত নেতা আতাউল্লাহ-জোবায়ের ও সানাউল্লাহ
হেফাজতে ইসলামের সহ-সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনসহ তিন জনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২২ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকি বিল্লাহ এ আদেশ দেন। রিমাণ্ডপ্রাপ্ত অন্য দুই আসামি হলেন ঢাকা মহানগর সহ সভাপতি মাওলানা জোবায়ের আহমদ ও সদস্য সানাউল্লাহ। আদালত-সংশ্লিষ্ট থানার সাধারণ শাখা থেকে এ তথ্য জানা গেছে।
২০১৩ সালে পল্টন থানার মামলায় বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা তাদের তিন জনকে আদালতে হাজির করেন। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তিনি। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আদালত বলেন, ‘তাদের ইবাদত করার পর্যাপ্ত সুবিধা দেওয়া হবে।
২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ অবরোধে লাঠিসোটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন হেফাজত কর্মীরা। এ ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় হেফাজত নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়।