জামিয়া রাহমানিয়া নিয়ে হয়রানিমূলক তৎপরতা বন্ধের আহ্বান
বৈশ্বিক মহামারী মরণঘাতী নভেল করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে যখন সারাদেশের কওমি মাদরাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারী নির্দেশনায় বন্ধ, একই সাথে দেশের রাজনৈতিক উদ্ভূত পরিস্থিতির কারণে শীর্ষস্থানীয় অনেক আলেম-উলামা কারাবন্দী, এহেন সংকটময় পরিস্থিতিতে দেশের শীর্ষ আলেম উদ্বেগ প্রকাশ করেছেন।
এক যৌথ বিবৃতিতে আলেমগণ বলেন, আমরা লক্ষ্য করছি যে, দেশের বিভিন্ন স্থানে কওমি মাদরাসার অভ্যন্তরীন তুচ্ছ বিষয়কে হাতিয়ার বানিয়ে মাদরাসা দখলের তৎপরতা চালাচ্ছে একটা শ্রেণি। যা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। আমরা এসব অপতৎরতার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, দেশের অন্যতম শীর্ষ আলেম শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক প্রতিষ্ঠিত জামিয়া রাহমানিয়া আরাবিয়া নিয়েও অস্থিরতা তৈরি হয়েছে। দুই যুগ আগের বিরোধকে কেন্দ্র করে একটি পক্ষ মাদরাসার দায়িত্ব নিতে তৎপরতা চালাচ্ছে। অনেকের অভিযোগ প্রশাসনেরও একটি পক্ষ তাদের সহযোগিতা করছে যা খুবই দুঃখজনক।
আলেমগণ আরো বলেন, জামিয়া রাহমানিয়া আরাবিয়া দেশের অন্যতম শীর্ষস্থানীয় একটি দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান। বোর্ড পরীক্ষাসহ পড়ালেখার নানান দিকে রয়েছে তাদের সাফল্য। শিক্ষা বর্ষের শুরুতে এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে সহস্রাধিক ছাত্র। এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা বিরাজ করলে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। কাজেই আমরা চাই, এই অস্থিরতা দূর হয়ে মাদ্রাসার স্বাভাবিক পরিবেশ ফিরে আসুক। আলোচনার মাধ্যমে সবধরনের সংকটের সমাধান হোক এবং এ ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতারও আহবান জানাই।
বিবৃতিদাতারা আলেমগণ হলেন, জামিয়া নূরিয়া কামরাঙ্গীরচরের মুহতামিম মাওলানা আতাউল্লাহ হাফেজ্জি, মাখজানুল উলুম খিলগাঁও’র মুহতামিম মাওলানা নূরুল ইসলাম জিহাদি, মেরাজুল উলুম ভৌয়াকুড় নরসিংদীর মুহতামিম মাওলানা ইসমাইল নূরপুরী, আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, বরিশাল মাহমুদিয়া মাদরাসার মুহতামিম মাওলানা উবায়দুর রহমান মাহবুব, জামিয়া মোহাম্মাদিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা আবুল কালাম, জামিয়া ইসলামিয়া বাইতুন নূরের মুহতামিম মাওলানা মুনিরুজ্জামান, মানিকগঞ্জনূরুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা সাঈদ নূর, ফেনী শরসিদি ইসলামিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আফজালুর রহমান, সিলেট কাজির বাজার মাদরাসা মুহতামিম মাওলানা সামিউর রহমান মুসা, মোহাম্মদপুর বাইতুল ফালাহ মাদরাসার মাওলানা তালহা, চট্টগ্রামজালতলা জামিয়া ইসলামিয়ার মুহতামিম মাওলানা আলী উসমান,আদাবর বাইতুল আমান মাদরাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান, সিলেট জামিয়া ফারুকিয়ার মুহতামিম মাওলানা আব্দুল আজিজ, মোহাম্মদপুর আশরাফুল মাদারিসের মুহতামিম মুফতি ইসমাইল হুসাইন, আগারগাঁও জামিয়া হুসাইনিয়ার মুহতামিম মাওলানা নোমান মুহিব্বুল্লাহ, মোহাম্মদপুর জামিয়া ইসলামিয়া ওয়াহিদিয়ার মুহতামিম মাওলানা মুহাম্মদ জুবায়ের।