বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ
বৈশ্বিক মহামারী মরণঘাতী নভেল করোনাভাইরাস সংক্রমণের কারণে দীর্ঘ ছুটি বিবেচনা করে আসন্ন কেন্দ্রীয় পরীক্ষার জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড। বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়- এ সিলেবাসটি কেবল ১৪৪৩ হিজরীর শাবানে অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় পরীক্ষার জন্য প্রযোজ্য হবে। সিলেবাস পর্যালোচনা করে দেখা যায়, হিদায়াতুন্নাহু ও মিজানের মতো মৌলিক কিতাবগুলোতে পূর্ণ কিতাব বহাল রাখা হয়েছে।
বোর্ডের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী বলেন, আমাদের সিলেবাস কমিটি ব্যাপক আলোচনা পর্যালোচনার মাধ্যমে এ পরিবর্তনগুলো এনেছেন। যে কিতাবগুলোর উপর ছাত্রদের জীবনের ভিত্তি নির্মিত, সেগুলোতে বড় ধরণের কোন পরিবর্তন আনা হয়নি। তাছাড়া এটি আমরা দিয়েছি পরীক্ষার মিকদার জানাবার জন্য। এতটুকুতে দরস সীমাবদ্ধ করে ফেলার জন্য নয়। সেজন্য মিকদারের চিঠিতেই পূর্ব সিলেবাস সম্পন্নের প্রচেষ্টা অব্যাহত রাখার জোর তাগিদ দেয়া হয়। ইতোমধ্যেই বোর্ডের আওতাভুক্ত মাদরাসাগুলোতে তা পৌঁছে দেয়া হয়েছে।