ফের ২ দিনের রিমান্ডে মাওলানা ইহতেশামুল হক সাখী

রাজধানীর পল্টন ও মতিঝিল থানার পৃথক মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির ঢাকা মহানগরের সহ দপ্তর সম্পাদক ও ইসলামী ছাত্রসমাজের সেক্রেটারি মাওলানা ইহতেশামুল হক সাখীর আবার দুদিন রিমান্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ এই আদেশ দেন। পল্টন থানার মামলায় সাখীকে গ্রেপ্তার দেখানোসহ সাতদিনের রিমান্ড আবেদন করে পল্টন থানা পুলিশ। আদালত তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে দুদিন রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেন।

নথি থেকে জানা গেছে, গত ২২ এপ্রিল রাজধানী থেকে ইহতেশামুল হক সাখী ও খেলাফত মজলিসের নেতা মাওলানা আতাউল্লাহ আমীনকে গ্রেপ্তার করে পুলিশ।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!