মাওলানা কাজী মাহমুদুল হাসান রায়পুরী ইন্তেকাল করেছেন

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার কুতুবে আলম সায়্যিদ হুসাইন আহমদ মাদানী রহ. এর অন্যতম খলিফা মাওলানা হাবিবুর রহমান রায়পুরী রহ. এর বড় সাহেবজাদা মাওলানা কাজী মাহমুদুল হাসান রায়পুরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়িন্না ইলাইহী রাজিউন। আজ (৬ আগষ্ট) শুক্রবার সিলেটের রাগেব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। বিকেল ৩টায় মৌলভীবাজারের রায়পুরে বিপুল সংখ্যক মুসল্লিদের অংশগ্রহণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-একাংশের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম।
তিনি বাংলাদেশ প্রাচীনতম ও শর্তবর্ষী জামিয়া ইসলামিয়া রায়পুর মামরকপুর টাইটেল মাদরাসার মজলিসে আমেলার সভাপতি ছিলেন। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-একাংশের ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর বড় ভাই। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর।
এদিকে আজ শুক্রবার (৬ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় মাওলানা কাজী মাহমুদুল হাসান রায়পুরীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশএকাংশের নির্বাহী সভাপতি মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী, মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, সিনিয়র সহ-সভাপতি মুফতি শেখ মুজিবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সহকারি মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাস, সাংগঠনিক সম্পাদক মুফতি রেজাউল করিম, যুব বিষয়ক সম্পাদক মুফতি রেদওয়ানুল বারী সিরাজী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন।
নেতৃবৃন্দ বলেন, মাওলানা কাজী মাহমুদুল হাসান রায়পুরী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরণ সংগ্রাম করে গেছেন। জমিয়তের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। তাঁর ইন্তেকালে আমরা গভীর শোকাহত। আল্লাহ রাব্বুল আলামীন তাঁর ইলমি ও দ্বীনি সমস্ত খেদমতকে কবুল করে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তারা।



