বেফাকুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের প্রথম কাউন্সিল সম্পন্ন

সভাপতি আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ, মহাসচিব মুফতি মুহাম্মাদ আলী

বাংলাদেশের কওমি মাদরাসা শিক্ষা বোর্ড সমূহের মধ্যে সর্বাপেক্ষা নতুন বেফাকুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের প্রথম কাউন্সিল প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এই কাউন্সিলে বোর্ডের সভাপতির দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এবং মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আল জামিআতুল ইসলামিয়া ইদারাতুল উলুম আপতাবনগর ঢাকার মুহতামিম মুফতি মুহাম্মাদ আলী।

আজ (২ অক্টোবর) শনিবার  রাজধানীর জামিয়া ইকরা বাংলাদেশে বোর্ডটির প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে বোর্ডের উপদেষ্টা পরিষদ, মজলিসে আমেলা ও মজলিসে শূরার গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব প্রদান করা হয়েছে।

বোর্ডের উপদেষ্টা পদের দায়িত্ব পেয়েছেন ৪ জন। তারা হলেন, জামিয়া আযমিয়া দারুল উলুম বনশ্রীর সিনিয়র মুহাদ্দিস মাওলানা আসআদ আল হুসাইনি, দিনাজপুর হিলি মাদরাসার মাওলানা শামসুল হুদা খান, তেজগাঁও রেলওয়ে জামিয়া ইসলামিয়ার মুহতামিম মাওলানা মুজিবুর রহমান, সাভারের মাওলানা দেলোয়ার হুসাইন সাইফী।

২ জনকে সিনিয়র সহ-সভাপতি ঘোষণা করা হয়েছে। তারা হলেন, জামিয়া আযমিয়া দারুল উলুম রামপুরা বনশ্রীর মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা ইয়াহইয়া মাহমুদ ও জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম খুলনার মুহতামিম মুফতি আবুল কাসেম। ৬ জনকে সহ সভাপতি ঘোষণা করা হয়েছে। তারা হলেন- জামিয়া শায়খ যাকারিয়া দক্ষিণখান ঢাকার মুহতামিম ড. মাওলানা মুশতাক আহমদ, শাসন ইসলামিয়া কওমি মাদরাসা শরিয়তপুরের মুহতামিম মাওলানা আব্দুল বাতেন ফরিদী, আহাজ্জ শামসুদ্দীন ভূইয়া জামেয়া ইসলামিয়ার মুহতামিম মাওলানা হিফজুর রহমান, জামিআ আরাবিয়া খাদিজাতুল কুবরা খুলনার মুহতামিম মুফতী মুমতাযুল করীম, জামেয়া ইসলামিয়া হেমায়েতুল ইসলাম রাজনগর মৌলভীবাজার মুহতামিম মাওলানা ক্বারী শামসুল হক ও জামিআ কাসেমিয়া ধনতলার মুহতামিম মাওলানা হুসাইন আহমদ।

৪ জনকে সহকারী মহাসচিব হিসেবে ঘোষণা করা হয়েছে। তারা হলেন- জামিআ আশরাফিয়া খাগডহর ময়মনসিংহের মুহতামিম মুফতি তাজুল ইসলাম কাসেমী, জামিআ ইসলামিয়া ভাসানটেক ঢাকার মুহতামিম মাওলানা শাহাদাত হুসাইন, জামিআ আশরাফিয়া নূরেরচালা ঢাকার মুহতামিম মাওলানা আবদুল আলীম ফরিদী ও মাদরাসাতু উসমান বিন আফফানের মুহতামিম মাওলানা শরফুদ্দীন। সাংগঠনিক সম্পাদক জামিআ মাদানিয়া আসআদুল উলুম, খুলনার মুহতামিম মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী। সহ সাংগঠনিক সম্পাদক ইকরা তাহফীজুল কুরআন ঢাকার মুহতামিম মাওলানা সদরুদ্দীন মাকনুন। অর্থ সম্পাদক তাকওয়া মাদরাসা ও এতিমখানা, ঢাকার মুহতামিম মাওলানা আবদুর রহীম কাসেমী। শিক্ষা বিষয়ক সম্পাদক, জামিআ ইকরা বাংলাদেশ ঢাকার মুহতামিম মাওলানা আরিফ উদ্দীন মারুফ। প্রচার সম্পাদক আয়শা সিদ্দীকা মহিলা মাদরাসা সিলেটের মুহতামিম মাওলানা মুখলিছুর রহমান  প্রশিক্ষণ বিষয়ক সম্পাদকরওজাতুল বানাত মহিলা মাদরাসা গাজীপুরের মুহতামিম, মাওলানা আতিকুর রহমান। তাহফীজ বিষয়ক সম্পাদক আল কারীম ইন্টারন্যাশনাল মাদরাসা ঢাকার মুহতামিম হাফেজ মাওলানা আবদুর রহমান।

সদস্য জামিআ ইসলামিয়া নূরুল উলূম কুলিয়ারচরের মুহতামিম মাওলানা আবদুল কাইয়্যুম খান, জামিআতুস সাহাবা বাগেরহাটের মুহতামিম মাওলানা আবুবকর, জামিআ হানিফিয়া বাঘিবাড়ী নরসিংদীর মুহতামিম মাওলানা শওকত আলী কাসেমী, জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়া কিশোরগঞ্জের মুহতামিম মাওলানা সাঈদ নিজামি,জামেয়া হাফসা রা মহিলা মাদরাসা খুলনার মুহতামিম মাওলানা মোজাফ্ফর হুসাইন, জামেয়া তৈয়বা (পুরুষ মহিলা) খুলনার মুহতামিম মাওলানা মফিজুউল্লাহ ফয়েজী। ইমদাদুল উলূম রশিদিয়া মহিলা মাদরাসা খুলনার মুহতামিম মুফতি গোলামুর রহমান, আয়শা সিদ্দীকা মহিলা মাদরাসা ময়মনসিংহের মুহতামিম মুফতি নুরুজ্জামান নূরী, আল জামিয়াতুল ইসলামিয়া সোহাগী ময়মনসিংহের মুহতামিম মাওলানা নজরুল ইসলাম।

উল্লেখ্য, ২০১৬ সালের ৭ অক্টোবর বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের নেতৃত্বে এই বোর্ডটি গঠিত হয় এবং ১৫ অক্টোবর এটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। এই বোর্ডের অধীনে প্রায় ৮ শতাধিক মাদরাসা রয়েছে।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!