জামিয়া গহরপুরের আন-নূর ছাত্র কাফেলার কমিটি পুনর্গঠন

জিএস মুশফিক আহমদ লামে, এজিএস জাহিদুল ও ইলিয়াস

সিলেটের জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর এর আন-নূর ছাত্র কাফেলা বর্ণাঢ্য ‘নবীনবরণ’ অনুষ্ঠানের আয়োজন করেছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বাদ জোহর মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জামিয়ার মুহতামিম, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) এর সহ-সভাপতি ও আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কাওমিয়্যাহ’র সদস্য মাওলানা মুসলেহুদ্দীন আহমদ গহরপুরি

গুরুত্বপূর্ণ নসীহত পেশ করেন জামিয়ার মুহাদ্দিস মাওলানা মুজিবুর রহমান সারিঘাটি, মাওলানা আব্দুল কাইয়ূম হাজিপুরী, জামিয়ার ইফতা বিভাগের পরিচালক মুফতি আব্দুল্লাহ ও জামিয়ার শিক্ষাসচিব মুফতি আনোয়ার হুসাইন শরীয়তপুরি।

এসময় আন-নূর ছাত্র কাফেলার চলতি বছরের কমিটি পুনর্গঠন করা হয়। মুশফিক আহমদ লামে কে ‘জিএস” এবং জাহিদুল ইসলাম ও ইলিয়াস আহমদকে “এজিএস” করে আন-নূর ছাত্র কাফেলার ১৪৪২-৪৩ হি. শিক্ষাবর্ষের ৪৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

আননূর ছাত্র কাফেলা

শেষে জামিয়ার মুহতামিম ছাত্রদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন। তিনি বলেন, আল্লাহ ও রাসুল সা. এর আদেশ-নিষেধ অনুসারে জীবনযাপন এবং ইলম অর্জনের জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যেতে হবে। ইলম এবং আমলের সমন্বয়ে নিজেদের ইহকাল এবং পরকালের কল্যাণ হাসিল করতে হবে। বিপর্যস্ত মানবতার এই দুঃসময়ে রাসুল সা. এর আদর্শের বিকল্প নেই। এ জন্য দেওবন্দী উলামায়ে কেরামের পথ ধরে গহরপুর জামিয়ার শিক্ষার্থীদের নিজেদের ইলমের ভান্ডারকে সমৃদ্ধ করে বিশ্বব্যাপী ইসলামের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়তে হবে।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!