আব্দুল আজিজ মাসুকের সাথে আঞ্জুমান নেতৃবৃন্দের মতবিনিময়

আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশ’র মজলিসে উমুমির সন্মানিত সদস্য, জামিয়া তা’লীমুল কুরআন গোটাটিকর (ষাটঘর) সিলেটের অন্যতম উপদেষ্টা বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুল আজিজ মাসুক স্বদেশ আগমন উপলক্ষে আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট উপশহরস্থ তার নিজ টাওয়ারে আঞ্জুমান কর্মকর্তাগণ এক শুভেচ্ছা মতবিনিময়ে মিলিত হন।

সভায় দানবীর ও সমাজকর্মী আলহাজ্ব আব্দুল আজিজ মাসুককে আঞ্জুমান নেতৃবৃন্দ ফুল দিয়ে বরণ করেন এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। মতবিনিময়ে উপস্থিত ছিলেন আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জামিয়া তা’লীমুল কুরআন সিলেটের মুহতামিম মাওলানা ক্বারী ইমদাদুল হক, আঞ্জুমানের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা ক্বারী মুজাহিদুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা ক্বারী ফয়জুল্লাহ মায়মুন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জামিয়া তা’লীমুল কুরআন সিলেটের নাযিমে কুতুবখানা মাওলানা ক্বারী ইবাদ বিন সিদ্দিক প্রমুখ।

আব্দুল আজিজ মাসুক
সমাজকর্মী ও শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুল আজিজ মাসুক স্বদেশ আগমন উপলক্ষে আঞ্জুমান কর্মকর্তাগণ এক শুভেচ্ছা মতবিনিময়ে মিলিত হন।

আলহাজ্ব আব্দুল আজিজ মাসুক আঞ্জুমান ও জামিয়ার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। সামগ্রিক কার্যক্রমের উপর সন্তোষ প্রকাশ করে অতীতের ন্যায় তাঁর সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন এবং আজ লিল্লাহ বোর্ডিয়ের ছাত্রদের জন্য একটি গরু বাবত পঞ্চাশ হাজার টাকা অনুদান প্রদান করেন।

দানবীর ও সমাজকর্মী আলহাজ্ব আব্দুল আজিজ মাসুককে আঞ্জুমান নেতৃবৃন্দ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

উল্লেখ্য, সমাজসেবক আলহাজ্ব আব্দুল আজিজ মাসুক বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত আছেন। সৌদিআরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সাবেক সভাপতি, শেইড ট্রাস্ট সিলেটের ভাইস-চেয়ারম্যান, আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!