বেফাকের ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

পাশের হার ৭৩.৮৮

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) দুপুর ২ টায় বোর্ডের কেন্দ্রীয় কার্যলয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়। বেফাক সভাপতি মাওলানা মাহমুদুল হাসানের পক্ষ থেকে এ ফলাফল পড়ে শোনান বোর্ডটির মহাপরিচালক মাওলানা যুবায়ের আহমাদ।

বেফাকের ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষায় ১৭৭১৪টি মাদরাসার ২৬১৫৯৩ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করে। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ২২৫৬৩১ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ১০২৭২৭ জন ও ছাত্রী ১২২৯০৪ জন। মোট পাশ করেছে ১৬৬৬৯১ জন। যার গড় পাশের হার ৭৩.৮৮। এর মধ্যে মুমতাজ ৩৩৪৩৩ জন, জায়্যিদ জিদ্দান ৩৭৬৬৫ জন, জায়্যিদ ৪০৯০৭, মাকবুল ৫৪৬৮৩ জন।

যেভাবে ফলাফল দেখবেন:
প্রকাশিত ফলাফল বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের নিজস্ব ওয়েবসাইট থেকে দেখা যাবে। এ বছরের ফলাফলের পিডিএফ দেখতে ক্লিক করুন ক্লিক এখানে (wifaqbd.org)। ব্যক্তিগত ফলাফল দেখতে ভিজিট করুন এখানে (wifaqresult.com)

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!