হাজার শব্দের বার্তাকে দুই-চার লাইনে পাঠকের কাছে পৌঁছে দিয়েছেন ইবাদ বিন সিদ্দিক

‘আপনার সমীপে যাহা বলিতে চাই’ গ্রন্থের রিভিউ

‘আপনার সমীপে যাহা বলিতে চাই’ ইবাদ বিন সিদ্দিকের অনবদ্য রচনা। ভিন্ন ধারার বইটি হাতে নিয়ে এক নিঃশ্বাসে বেশ ক’ পৃষ্ঠা পড়ে নিই। ভালো লাগে। মুগ্ধ হই। চমৎকার সব চিন্তা ও নীতিকথায় ভরা বইটি আমাকে দারুণভাবে আকৃষ্ট করে।

দুই হাজার শব্দের একটি প্রবন্ধ পাঠের পর একজন পাঠক বড়জোর দুই লাইনের একটি বার্তা গ্রহণ করে। ইবাদ বিন সিদ্দিক দুই হাজার শব্দের বার্তাকে দুই-চার লাইনে পাঠকের কাছে পৌঁছে দিয়েছেন। অল্প  কথায় ভাব প্রকাশের শক্তি সবার থাকে না। কেবল জাত লেখকরাই সে শক্তির অধিকারী হয়ে থাকেন। ইবাদ বিন সিদ্দিক অল্প কথায় ভাব প্রকাশের শক্তিকে প্রবলভাবে জাহির করেছেন তাঁর গ্রন্থটিতে। নিঃসন্দেহে এটা ইবাদ বিন সিদ্দিকের সক্ষমতা ও সফলতা।

লেখা বা রচনা একজন লেখকের রুচিকে ধারণ করে। পাঠকের কাছে তাঁর চিন্তা, রুচিবোধ ও জীবনবোধকে তুলে ধরে। ‘আপনার সমীপে যাহা বলিতে চাই’ গ্রন্থটি লেখক ইবাদ বিন সিদ্দিককে দোকানির সাজানো পসরার মতো তুলে ধরেছে। ইবাদ বিন সিদ্দিকের পারিবারিক আভিজাত্য, ব্যাক্তিগত অভিরুচি, উচ্চতর শিক্ষা, ভালো পড়াশোনা, যোগাযোগ দক্ষতা, প্রাগ্রসর চিন্তা ও সমাজসচেতনতার বিষয়টি তাঁর বইয়ের শব্দে শব্দে বিদ্যমান।

সাদিকুর রাহমান
লেখক : প্রভাষক, সিলেট আইডিয়াল কলেজ
পরিচালক, আর-রশীদ ইসলামিক ইন্সটিটিউট, সিলেট

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!