ইমরান আরো পরিণত হয়ে ফিরতে পারেন

প্রধানমন্ত্রী ইমরানের বিদায় হয়েছে। শেষ সময়ে যে টানাহেঁচড়া তিনি করেছেন এটা না করলে ভালো হতো। কিন্তু ইমরান কি পুরোপুরি বিদায় হচ্ছেন? আমার কাছে মনে হয়, বিরোধী দলে গিয়ে ইমরান খান এখন অনেক বেশি পরিণত এবং জনপ্রিয় হয়ে আসতে পারেন। সেটা অনেক ভালো হবে। একটা সাধাসিধা ক্যারিশমাটিক চেহারা ও ইমেজ তাঁর আছে। আমি সেই ইমরান খানকে আবার দেখতে চাই।

পাকিস্তানে যেটা হয়েছে সেটা সংসদীয়, দলীয় এবং জোটগত রাজনীতির খুব স্বাভাবিক একটা চর্চা। মালয়েশিয়ায় কয়েক বছর আগে এর চেয়েও অনেক মন খারাপ-করা অনিশ্চিত, ঝুলন্ত, পরিবর্তনশীল পরিস্থিতি গিয়েছে। ডক্টর মাহাথির মোহাম্মদের মতো মানুষ আনোয়ার ইব্রাহিমকে দেওয়া কথাটা রাখেননি; ভয় পেয়েছেন।

রাজনীতিতে এগুলো খুব সাধারণ ঘটনা। দর্শক হিসেবে আমাদের মন খারাপ হয়, আমরা মুষড়ে পড়ি, যারা রাজনীতির সঙ্গে যুক্ত তারা মন খারাপ করেন না। আমরা আবেগে বন্ধু/ শত্রু বানিয়ে ফেলি। তারা নতুন নতুন মেরুকরণের খেলায় প্রবেশ করেন। আর রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ কিছুটা আবেগমুক্তই হয়। পরিস্থিতির সঙ্গে মিলিয়ে চোখ ফেলে কথা বলতে হয়। ইমরান সরকারের বিদায়ের পর পাকিস্তানের এখন কী হতে পারে?

প্রধান যে তিনটি দল সরকার গঠনে থাকবে (মুসলিম লীগ এন, পিপিপি, জমিয়ত এফ) তাদের মধ্যে নানারকম প্রতিদ্বন্দ্বিতা থাকবে। সামনের নির্বাচনকে কেন্দ্র করে আরও বিভিন্ন রকম মেরুকরণ হতে পারে। ইমরানের সঙ্গে এই তিনটি দলের প্রত্যেক দলের শত্রুতা থাকবে না। নির্বাচনের আগে নতুন মেরুকরণ হতে পারে। আজকে যারা ক্ষমতার অংশীদার হবে, তাদের প্রত্যেকের স্বতন্ত্র গোল থাকবে, এবং সে হিসেবে তারা অচিরেই পার্টনার ঠিক করবে। ইমরান কারো বন্ধু হয়ে যেতে পারে এখানকারই।

আমার দুটি বিশ্লেষণ দেখে কেউ কেউ মনে করেছেন, মাওলানা ফজলুর রহমান সাহেবের প্রতি আমি বিশেষভাবে দুর্বল। না, ব্যাপারটা এরকম না। তবে লিডারশিপ, পরিপক্কতা এবং কেন্দ্রত্ব এই লোকটির আছে। পিপিপি, মুসলিম লীগেও অনেক প্রবীণ- পরিপক্ক নেতা আছেন। সামনে কার সঙ্গে কার পোলারাইজেশন কিংবা সখ্য গড়ে উঠবে সেটা দেখার মতো ব্যাপার হতে পারে।

নতুন সরকারের শাহবাজ/ নওয়াজ কিংবা জারদারি/ বিলাওয়াল এরাও আদালতের চাপের মধ্যে থাকতে পারে। বড় রকম আঘাতও পেতে পারে। এমনিতেই এ সরকারের মেয়াদ দেড় বছরের মত আছে। ইমরানের সঙ্গে নতুন সরকারের ধাক্কাধাক্কির পরিমাণটা কতটুক হয় এটা একটা বিষয়। বাকি এরপর নতুন অনেক রকমের মেরুকরণ সামনে আসবে, হয়তো। সেখানে সর্বোচ্চ আদালত এবং আর্মি গুরুত্বপূর্ণ পক্ষ হয়ে থাকবে।

পাকিস্তানের এই পালাবদল মারাত্মক আদর্শিক কোনো পালাবদল নয়। রাজনীতিকদের পালাবদল। ইমরানের দিকের সবাই খুব ভাল ছিলেন, অপরদিকের সবাই খুব অবিশ্বস্ত এবং চোর, হিসাব আসলে এতটা সমান্তরাল ও সহজ নয়। ইমরানের সঙ্গে দুর্নীতি পরায়ন ও কাট্টা সেকুলার লোকজন এখনো আছে। তিনি নিজে ভালো মানুষ; অন্তত লোকে তাই মনে করে। এটা অনেক বড় ব্যাপার, সব ব্যাপার না। শাহবাজ/বিলাওয়ালরা ক্ষমতায় বসলে পারমানবিক বোমা ঝুঁকিতে পড়ে যাবে, পাকিস্তান রাষ্ট্রটা ট্র্যাক মিস করবে, আমার কাছে হিসাব এতটা দুশ্চিন্তাজনক মনে হয় না। ওই দেশটিতে আর্মি এবং আদালত ব্যালেন্সের জন্য কিলকের কাজ করে। তারপরও ভবিষ্যৎ মানেই তো অনিশ্চয়তা। সেটা থাকবেই।

আল্লাহ তাআলা আমাদের দেশ-সহ সব মুসলিম দেশকে হেফাজত করুন, ঈমান এবং আত্মমর্যাদার সঙ্গে টিকিয়ে রাখুন।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!