মেধা তালিকায় শীর্ষে জামিয়া আঙ্গুরা
আযাদ দ্বীনী এদারার ফলাফল প্রকাশ
আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশের ১৪৪২ হিজরীর মেধা তালিকায় সবার শীর্ষে সিলেটের ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর। ফযিলত, সানাবিয়্যা উলয়া, মুতাওয়াসসিতাহ, ও হিফয মিলিয়ে মোট ৬টি স্থান পায় জামিয়া আঙ্গুরা। অন্যদিকে মেধা তালিকায় একটি স্থানও পায়নি সিলেটের আরেক শীর্ষ প্রতিষ্ঠান জামেয়া দরগাহ।
ফযিলতে ১ম ও ৩য় স্থান অধিকার করে জামিয়া আঙ্গুরার আবদুল্লাহ আল মারজান ও আহসান হাবিব নোমান। এছাড়াও ফযিলতে মুমতায পেয়েছে ১২টি। সানাবিয়া উলয়ায় ৩য় স্থান অধিকার করে মাহদী হাসান খান। মুতাওয়াসসিতাহ জামাআতে ৩য় স্থান অধিকার করে আবদুর রব মুহাম্মাদ ফাহিম। হিফযে ৩য় স্থান অধিকার করে দুই জন, আবদুল্লাহ আল মুযাক্কির ও আবদুল ফাত্তাহ।
উল্লেখ্য, আজ (৯ মে) বেলা ১২টায় সিলেটের সোবহানীঘাটস্থ এদারা ভবনের নিজস্ব কার্যালয়ে আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশের ১৪৪২ হিজরীর কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি মুহিব্বুল হক গাছবাড়ী ফলাফল হস্তান্তর করেন এদারার সভাপতি মাওলানা জিয়া উদ্দীনের কাছে।
এদারার এ বছরের পাসের হার ৮৬ দশমিক ০৩ শতাংশ। ফলাফল প্রকাশের সময় উপস্থিত ছিলেন আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশের সহসভাপতি ও জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, মহাসচবি মাওলানা আবদুল বছীর প্রমুখ।