আহমদ আবদুল্লাহর ‘খালিস নিয়ত’

নিয়ত হচ্ছে কোনো কাজের পূর্বে দৃঢ় সংকল্প। ইসলামে প্রতিটি ভালো কাজের পূর্বে নিয়তের গুরুত্ব অনেক। কোনো কাজের ইচ্ছা করলে সেই কাজের জন্য যে বিশেষ দুআ আছে, সেটা পড়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করা, যাতে আল্লাহ তাআলা কাজে সাহায্য করেন। নামাজ, রোজা, হজ, জাকাতসহ ইসলামের বিধানগুলো শুধু পালনের মধ্যেই কামিয়াবি নয়; দিলের নিয়তের উপর কবুল হওয়া শর্ত। হাদিসে এসেছে, “নিশ্চয়ই সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল”। ইবাদতে খালিস নিয়ত আমলকে উত্তীর্ণ করে।

‘খালিস নিয়ত’ শিরোনামে দরদমাখা গানটি গেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী আহমদ আবদুল্লাহ। গানটি তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ হয় গত ৩০ এপ্রিল ২০২১। সোশ্যাল মিডিয়ায় গানটি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। গানটি আহমদ আবদুল্লাহর নিজের লেখা ও সুর করা। গীতিকার হিসেবে আহমদ আবদুল্লাহর কদর আছে ইসলামি গানের জগতে। তার কথা ও সুরে থাকে দিলের সুকুন। খালিস নিয়ত গানেও সেটি ফুটে ওঠেছে।

গানটির ভিডিওতে দেখা গেছে শিল্পী আহমদ আবদুল্লাহ শ্রোতাদের নসিহত করছেন। খালিস নিয়তের বিশেষত্ব বয়ান করছেন। গানের কথা যেনো ভিডিওতে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। বিষয়টি শ্রোতাদের মুগ্ধ করেছে। ভিডিওতে ছিলেন শিল্পী নাওয়াজ মারজান, মাসুম বিল্লাহ, শেখ এনাম, সুফিয়ান বিন এনাম ও মুজাক্কির হুসাইন।

গানটি কম্পোজ করেছেন সাউন্ড ডিজাইনার মাহফুজুল আলম। ভিডিও করেছেন ফারুক তাহির। ইডিট করেছেন ওয়াকিল আহমদ আফ্রিদ। গ্রাফিক্সে ছিলেন নাওয়াজ মারজান। রেকর্ড করেছে হলিটিউন স্টুডিও।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!