সিলেটে আঞ্জুমান মাদরাসার মাহফিল সম্পন্ন

সিটি মেয়র ও কাউন্সিলর সংবর্ধিত

শাইখুল কুররা মাওলানা আলী আকবর সিদ্দিক রাহ. প্রতিষ্ঠিত আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশ পরিচালিত জামিয়া তা’লীমুল কুরআন সিলেটের বাষির্ক মাহফিল সম্পন্ন।

সিলেট নগরীর ২৭নং ওয়ার্ড গোটাটিকর (ষাটঘর), কদমতলী সিলেটে অবস্থিত জামিয়া ময়দানে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে রাত ১টা পর্যন্ত মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল পরিচালনা করেন জামিয়ার মুহতামিম মাওলানা ইমদাদুল হক নোমানী ও নাইবে মুহতামিম মাওলানা ইনাম বিন সিদ্দিক।

মাহফিলে সভাপতিত্ব করেন জামিয়া দরগাহর মুহতামিম মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী, জামিয়া রেঙ্গার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, জামিয়া ভার্থখলার প্রিন্সিপাল মাওলানা মজদুদ্দীন আহমদ, আঞ্জুমান সভাপতি মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম, সহভাপতি মাওলানা কারী জালালুদ্দীন গবিন্দপুরী ও মাওলানা কারী আবুল বাশার।

মহফিলে বয়ান পেশ করেন ইংল্যান্ডের বিশিষ্ট দাঈ মাওলানা শায়খ সাইফুল ইসলাম, মাওলানা কারী আব্দুল হাই বাহুবলী, মাওলানা কারী মনজুর রশীদ আমিনী, মুফতি রিজওয়ান রফিকী ঢাকা, মাওলানা শাহিদুর রহমান মাহমুদাবাদী, মাওলানা আলী আহমদ হুজাইন ভারত, মাওলানা কারী হাসান মহসিন ঢাকা, মাওলানা জুবায়ের আহমদ আনোয়ারী, মংলিরপার এয়ারপোর্ট মাদরাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান, গংগানগর মাদরাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান, লালমাটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা তাফাজ্জুল হক, মাওলানা আহমদ কবীর খলীল, হাফিজ আব্দুন নুর বাহুবলী, মাওলানা মীম সুফিয়ান, ষাটঘর মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওলিউর রহমান প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও জামিয়ার জেনারেল কমিটির নির্বাহী সভাপতি আজম খান, কানাইঘাট উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির ও মাওলানা তাজুল ইসলাম হাসান প্রমুখ।

জামিয়া তা’লীমুল কুরআন সিলেটের উন্নতি ও অগ্রগতিতে অসামান্য অবদান রাখায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর আজম খানকে সংবর্ধনা প্রদান করা হয়। জামিয়া কর্তৃপক্ষ তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও সম্মাননা স্মারক প্রদান করেন।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!