মাহফুজুল আলমের গেয়ে যাওয়া গান ‘স্বপ্ন আমার’ অবমুক্ত

জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের প্রয়াত সংগীতশিল্পী ও সাউন্ড ইঞ্জিনিয়ার মাহফুজুল আলমের গেয়ে যাওয়া ‘স্বপ্ন আমার’ নাতে রাসুলটি অবমুক্ত হয়েছে।

সংগীতে কণ্ঠ দিয়েছেন শিল্পী মাহফুজুল আলম ও তার বন্ধু তাওহীদ জামিল। গানের কথা লিখেছেন আল ফরহাদ। সুর করেছেন মুহাম্মদ বদরুজ্জামান। দিকনির্দেশনায় ছিলেন যৌথভাবে মুফতি সাঈদ আহমাদ ও মুহাম্মদ বদরুজ্জামান। ভিডিও ডিরেকশনে ছিলেন এইচ আল হাদী।

সংগীতটি সম্পর্কে বলতে গিয়ে মাহফুজুল আলমের স্মৃতিচারণ করে মুহাম্মদ বদরুজ্জামান বলেন, আমাদের একান্ত সহযাত্রী মাহফুজুল আলম আমাদের মাঝে নেই প্রায় দুই মাস হয়ে যাচ্ছে । সে আর আমাদের মাঝে ফিরবে না এটি আমরা ভাবতেই পারছি না।

সংগীতের প্রেক্ষাপট সম্পর্কে বদরুজ্জামান বলেন, লন্ডন প্রবাসী আল ফরহাদ ভাই একসঙ্গে কয়েকটি লিরিক দিয়েছিলেন দুই বছর আগে। এর মধ্যে তিনটি লিরিক প্রায় কাছাকাছি সময়ে আমি সুর করেছিলাম। এর মধ্যে নাতে রাসুলটি মাহফুজুল আলম আর তাওহীদ জামিলকে দিয়েছিলাম। এ নাতটা বেশ পছন্দ করে ওরা দুজন গেয়েছে। রেকর্ডিং এবং মাস্টারিং ফাইনাল করতে ছয় মাস লেগেছে। গত জানুয়ারিতে সিদ্ধান্ত হয় গজলটি রোজার আগে রিলিজ করা হবে। কিন্তু বিভিন্ন ব্যস্ততায় সম্ভব হয়নি। কথা ছিল কুরবানির পর সর্বপ্রথম এ সংগীতের কাজ হবে। কিন্তু ততদিনে মাহফুজকে আমরা হারিয়ে ফেলেছি কিন্তু রয়ে গেছে তার গেয়ে যাওয়া শ্রুতিমধুর সংগীতটি।

যে কথামালা দিয়ে নাতটি সাজানো হয়েছে –

স্বপ্ন আমার যত মনের মাঝে
সাজাতে চাই আমি তোমার সাজে
প্রিয় রাসূল (সা.) আমার,
হৃদয়ে আছো তুমি
তোমায় মনে পড়ে বারে বার।

মা আমেনার কোলে তুমি এলে,
দ্বীনের আলো ভবে জ্বালিয়ে গেলে,
সেই আলো ছড়ালো বিশ্বজুড়ে
দূর হলো সকল আঁধার।

কুরআন, হাদীস আছে আজও ভবে,
থাকবে এ পৃথিবী যতদিন রবে,
তোমার পথে যদি চলতে পারি
মুক্তি পাবো পরপার।

মহান রবের পরে তুমি প্রিয়
শেষ বিচারের দিনে কাছে নিও
তোমার প্রিয় যদি হতে পারি
হবো যে প্রিয় খোদার।

উল্লেখ্য, গত ২০ জুলাই মাত্র ২৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন জনপ্রিয় ইসলামি শিল্পীগোষ্ঠী কলরবের তরুণ সংগীতশিল্পী মাহফুজুল আলম।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!