বগুড়ায় তানযীমুলের হিফযুল কুরআন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার বগুড়ায় ১১তম হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব অনুষ্ঠিত হয়। বগুড়া সদরের পাঁচতারকা হোটেল মম ইনে সকাল ১১টা থেকে দিনব্যাপী অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত রাজশাহী, রংপুর ও বগুড়া অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের ১০০ জন কুরআনে হাফেজকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সেই সাথে হাফেজ শিক্ষার্থীদের পিতা-মাতাদেরও পুরস্কার প্রদান করা হয়।
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ মোহাম্মাদ আবু ইউসুফ, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড: মুহাম্মাদ মোখলেছুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশের সিনিয়র ভাইস-চেয়ারম্যান ড: আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, কুরআনের মাহফিল হচ্ছে দুনিয়ার সব চেয়ে দামি মাহফিল। এই মাহফিলে হাফেজদের অংশগ্রহণ আরো প্রাণবন্ত করে তুলেছে। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের এমন মহৎ উদ্যোগ আলেম-ওলামাদের উৎসাহ প্রদান করবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক হাবীবুল্লাহ আল আমীন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক অধ্যাপক ড: আতোয়ার রহমান, বগুড়া সরকারি মোস্তাফাবিয়া আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সিদ্দীকি, সুমী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর হোসেন আশরাফী।
অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ শিল্পী গোষ্ঠির শিশু শিল্পীদের পরিবেশনায় ইসলামী সংগীত পরিবেশন করা হয়।