আরো ৬ মামলায় মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর জামিন

রাজধানী মতিঝিল ও পল্টন থানায় দায়ের করা নাশকতার পৃথক তিন মামলায় সম্প্রতি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ত্যাগ করা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-একাংশের মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকার ইসলামবাগ মাদরাসার শায়খুল হাদিস ও প্রিন্সিপাল মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভুইয়া শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। ২০১৩ সালের পল্টন ও মতিঝিল থানার নাশকতাসহ সাত মামলায় জামিনের আবেদন করেন তার আইনজীবী আরাফাত মোস্তফা। শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন।
গত ১১ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোহাম্মদ নোমান পল্টন থানায় দায়ের করা নাশকতার তিন মামলায় জামিন মঞ্জুর করেন। তার আগে গত ৪ জুলাই রিমান্ড শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালত মঞ্জুরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ৫ মে অন্য একটি মামলায় আফেন্দীকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। এরপর গত ৮ মে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। ওই অবরোধ কর্মসূচির নামে লাঠিসোটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় হেফাজত এ নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়।



