এখন প্রয়োজন যুতসই মুরব্বি এবং টেকসই দায়িত্বশীল
দীর্ঘদিন থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি কওমি মাদ্রাসাও বন্ধ। প্রতিষ্ঠান ও শিক্ষকদের সোহবতে নাই শিক্ষার্থীরা। ভুলে যাচ্ছে যা শিখেছে তা। বিশেষত হিফয ও নূরানী বিভাগের কোমলমতি ছাত্রদের হাল-তো বেহাল। শিক্ষাখাতে এ অসামান্য ক্ষতি অপূরনীয়।
বেসরকারি অনেক শিক্ষক এখন বেকার। পরিবার নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন তারা। লোকলজ্জা ও ব্যক্তিত্বের কারণে তারা না পারেন কিছু কইতে, না পারেন সইতে। সাধারণ জনগণের সহযোগিতায় পরিচালিত প্রতিষ্ঠানগুলো কোনরকম টিকে আছে ঘাটতির সাথে। ক্রমশ ঋণের বোঝা বাড়ছেই। প্রাইভেট প্রতিষ্ঠানগুলোও আছে চরম হুমকির মুখে, অস্তিত্ব সংকটে।
দেশের প্রথিতযশা অনেক আলেম, ইসলামী রাজনীতিবিদরা বন্দীশালায়। কেউ কেউ মামলা, হামলা এবং হুলিয়া মাথায় নিয়ে আছেন আত্মগোপনে। রাজনীতির অজুহাতে বিভিন্ন মাদ্রাসা ও প্রতিষ্ঠান প্রধানরাও আছেন কঠোর নজরদারিতে। তবে যারা আছেন সুবিধাজনক অবস্থানে, তারা মুখ খুলছেন না। হয়তোবা চাইলেও কিছু বলার সুযোগ বা ইমেজ নাই।
বিশ-একুশের এই সময়টাতে বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের শীর্ষ মুরব্বি আলেম আমরা হারিয়েছি (ছাকাল্লাহু ছারাহু ওয়াজায়ালাল জান্নাতা মাছওয়াহ)। বলা যায়, নেতৃত্ব শূন্য এখনও আমাদের অঙ্গন। এই দেড় বছরে অনেক ঝড়ঝাপটা বয়ে গেছে আমাদের উপর। দুঃখজনক হলেও সত্য, সুযোগ থাকার পরও ভাঙ্গা কোমর এখনো সোজা করতে পারিনি আমরা।
ভঙ্গুর এ হালতের মধ্যেই আমরা চরম দুঃসময় এবং ক্রান্তিকাল অতিক্রান্ত করছি। এরিমাঝে আপন ঘরে প্রতিহিংসার আগুন! ইখতেলাফ ও ইফতেরাকের বন্যা! এই কঠিন সময়ে স্বজাতিদের মধ্যকার অনাকাঙ্ক্ষিত এসব কর্মকাণ্ড ইতিহাসে কালো অধ্যায় রচনা হচ্ছে নিশ্চিত। আর অনিবার্য ধ্বংসতো আছেই। যদিও আমাদের অনেকের বোধগম্য হচ্ছে না।
নাচিজ ছোট মুখে আবদার করছি, প্রিয়রা! আল্লাহ কা ওয়াস্তে সময়, পরিস্থিতি বুঝার চেষ্টা করুন। বিভক্তি, বিচ্ছিন্নতার সকল পথ স্ব উদ্যোগে শক্তহাতে দমন করুন। নিজেদের আদর্শ ও অস্তিত্ব রক্ষায় ইত্তেহাদ-ইত্তেফাকের পথকে প্রসস্থ করুন। সরেতাজ মুরব্বিদের জন্য দুয়া করুন।
আসুন! সবাই মিলে যুতসই মুরব্বি এবং টেকসই সিদ্ধান্ত নেওয়ার মতো যোগ্য দায়িত্বশীল যেনো আমাদের নছিবে জুটে; সেই দুয়া মাওলার দরবারে বেশি বেশি করি। আল্লাহ পাক কবুল করুন। আমীন।
লেখক : সাধারণ সম্পাদক, আঞ্জুমানে তা’লিমুল কুরআন বাংলাদেশ