চতুর জনাব || মীম সুফিয়ান

আপনি জনাব ভীষণ চালাক বেজায় সুযোগবাদী
যায় না চেনা আপনি সাম্যতন্ত্রী না ভোগবাদী
একে খোঁচান ওকে খোঁচান নানান কথা বলে
ইচ্ছামতো দুর্বলেরে ছিলান হরেক কলে
মর্জিমতো বানিয়ে নিলেন নিজস্ব বাটখারা
মাপেন তাতে কারা ভালো কিংবা মন্দ কারা
সে বাটখারায় আলেম মাপেন মাপেন জ্ঞানী গুণী
হাফেজ কারী বাদ পড়ে না কিংবা ঋষি মুণি
বাদ পড়ে না বক্তা, লেখক, গায়ক, শিল্পী, কবি
রাজনীতিবিদ সমাজসেবী কিংবা পেশাজীবী
নিজের রুচির উল্টো হলেই ধরেন যাকে তাকে
আচ্ছামতো ধোলাই করেন মিডিয়ায় ফেসবুকে
পরস্পরে গোপন আঁতাত হয়ে গেলে ফের
দোস্ত-শত্রু গলায় গলায় ভাব হয়ে যায় ঢের
মুখপঞ্জির পৃষ্ঠা থেকে উধাও প্রতিবাদ
পছন্দসই বিষয় নিয়ে নেই বাদানুবাদ
একটু বসা চা-পান খাওয়া একটু যোগাযোগ
পাল্টে ফেলে ভাবের গতি হারায় অভিযোগ
দুজন এখন সেলফি তোলেন আড্ডা মারেন বেশ
চার চুমুকে ‘অভিযুক্ত’ কাটান পিছের রেশ
এখন যত দোষ করো ভাই সবই নন্দঘোষ
নতুন কোনো নরম জাগায় জনাব দেবেন ‘ঢুস’
সুঁই ঢোকাবার সুযোগ পেলে ঢুকিয়ে দেবেন বাঁশ
এই মিয়াসাব সুযোগমতো সৃষ্টি করেন ত্রাস
সবার ভুলে বিবেক তাহার হয় না জাগরিত
আপনজনের ভুলে নিরব অন্যে মুখরিত
নিজের লোকে বেটিবাজি করলেও কুচ না
দিনকে পারেন রাত বানাতে আঁধারকে জোছনা
বিপ্লবী এই জনাব ভীষণ স্বার্থসচেতন
লেখার আগে চিন্তা করেন ভক্তসমর্থন
ইনিয়ে লেখেন বিনিয়ে বলেন পেঁচিয়ে মারেন গুঁতো
রপ্ত আছে শক্তভাবে পিঠ বাঁচাবার ছুতো
প্রশাসনে পায় না যেন কোন রকম ফাঁক
ক্ষমতাসীন দলের দোষে করেন যে রাখঢাক
ধর্ম জাতি কুরান ইমান প্রশ্নেও কৌশলী
সুযোগমতো সুশীল তিনি সময়ে বাকশালী
স্পর্শকাতর ইস্যুর বেলায় জাবর কাটেন সুখে
ফেমাস নেতার কুফরি দেখেও কুলুপ আঁটেন মুখে
বিতর্কিত অনেক মানুষ জনাবের আশপাশে
তাদের বেলায় আপনার হুঁশ বড়ই যে একপেশে
আপনি জনাব চতুর বেজায় ধূর্ত ও একচোখা
নিজের মতো জ্ঞানসমুদ্র বুজুর্গ একরোখা।


লেখক : কবি ও নন্দিত উপস্থাপক

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!