বইমেলায় আতাউর রহমান খসরু’র ‘ডিসকাভার ইসলাম’
ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম নিছক কোনো ধর্মাচার, মতবাদ বা কারও ব্যক্তিগত ভাবাদর্শ নয়। ইসলামের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে একে জীবন থেকে বিচ্ছিন্ন অপরাপর ধর্মাচার কিংবা রাজনৈতিক মতবাদের স্তরে নামিয়ে এনে। সুতরাং, ইসলামে বিশ্বাসীদের উচিত নিজেকে যথেষ্ট স্পষ্ট করে বোঝানো যে, এই হচ্ছে ‘ইসলাম’। পাশাপাশি ইসলাম সম্পর্কে আমাদের চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গি হতে হবে আমাদের পূর্বসূরি-সালাফদের মতোই। ইসলাম প্রতিষ্ঠা ও মুসলিম উম্মাহর বিকাশে যারা সংগ্রাম করছি, তাদের উচিত জনগণের মধ্যেও ইসলামকে স্পষ্ট করে তুলে ধরা।
‘ডিসকাভার ইসলাম’ বইয়ে আছে কুরআন-হাদিসের আয়নায় জীবন পরিচালনার পাথেয় থেকে শুরু করে ইসলামের সভ্যতা-সংস্কৃতি, ইসলামের সৌন্দর্য, ইসলামের অর্থনৈতিক শিক্ষা, মুসলিমদের সামাজিক আচরণ- ইত্যাদি বিষয়ে সমকালীন প্রেক্ষাপটকে সামনে রেখে জ্ঞানগর্ভ আলোচনা। বইটির আরও একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এখানে সব সমস্যার সমাধান দিয়ে দেওয়া হয়নি; বরং কিছু মূলনীতি নিয়ে আলোকপাত করা হয়েছে। ফলে পাঠকের জ্ঞান বৃদ্ধির সাথেসাথে সমস্যা সমাধানের দক্ষতাও বাড়বে। বইটি এমনভাবে লেখা হয়েছে যেন এটি একজন মুসলিমের জন্য মেন্টর হিসেবে কাজ করে এবং ইসলামের বিভিন্ন ধাপ পর্যায়ক্রমে শিখতে এবং তা মানতে সহায়তা করে। এককথায় ইসলাম মূলত কী, জীবন পরিচালনার ক্ষেত্রে ইসলামের শিক্ষা কী- প্রশ্ন দু’টি সামনে নিয়ে ‘জীবন ও ইসলাম’ সম্পর্কে আপনাকে ভাবতে শেখাবে বইটি।
এক নজরে বই
বই : ডিসকাভার ইসলাম (পেপারব্যাক)
প্রকাশনী : মুভমেন্ট পাবলিকেশন্স
বিষয় : আত্ম-উন্নয়ন, মোটিভেশনাল
লেখক : আতাউর রহমান খসরু
পৃষ্ঠা : ৩০৪
মুদ্রিত মূল্য : ৪০০ টাকা
আলেম ও সাংবাদিক, লেখক, আতাউর রহমান খসরু দৈনিক কালের কণ্ঠে সহ-সম্পাদক কাজ করছেন। ইসলামি ভাবধারার জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম ও ইসলাম টাইমস টোয়েন্টিফোর ডটকমেও বার্তা সম্পাদক হিসেবে কাজ করেছেন কিছুদিন।
মুহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া থেকে তাকমিলে হাদিস শেষ করে মাদরাসা দারুর রাশাদে সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করেন খসরু। পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্ট্যাডিজে মাস্টার্স সম্পন্ন করেন।
জাতীয় একাধিক সংবাদপত্রেও রয়েছে রির্পোটিং ও সম্পাদনার অভিজ্ঞতা। সম্পাদনা করেছেন মাসিক শিশু-কিশোর পত্রিকা নকীব এবং মদিনার পয়গাম। এ যাবত আতাউর রহমান খসরু প্রকাশিত গ্রন্থ ৭টি। সভ্যতা ও সংস্কৃতির উপর ইসলামের অবদান, কারাগার নয় শান্তিময় পরিবার, মুসলিম বর-কনে ইসলামি বিয়ে, ইমাম গাজালি রহ. এর জীবন ও কর্ম তার আলোচিত গ্রন্থ।এছাড়াও ২০১২ সালে মাসিক রাহমানী পয়গামের শ্রেষ্ঠ লেখক সম্মানা পেয়েছেন তিনি।