মালদ্বীপে ভবন থেকে পড়ে বাংলাদেশি নিহত

মালদ্বীপে ভবন থেকে পড়ে মো. নুরু মিয়া নামে বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) ভোর ৬টার দিকে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা গেছে, এ বাংলাদেশির বাড়ি শরীয়তপুর জেলার, ভেদরগঞ্জ উপজেলার মহিষার গ্রামে। মৃত আলী চৌধুরীর ছেলে।

স্থানীয় প্রবাসীরা জানান, নুরু মিয়া মালদ্বীপের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কর্মরত ছিলেন। ১৪ এপ্রিল কাজ করার সময় হঠাৎ চারতলা থেকে তিনি নিচে পড়ে গুরুতর আহত হয়।

পরে সেখান থেকে তাকে উদ্ধার করে মালদ্বীপের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে আইসিইউতে ৬ দিন জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন।

তার অকাল মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিসহ দেশের বাড়িতে শোকের ছেয়ে নেমে এসেছে।

বিস্তারিত পড়ুন

সম্পর্কিত পোস্ট

Back to top button
error: Content is protected !!